• ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ  আহত ১৫

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪
কানাইঘাটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ  আহত ১৫

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কানাইঘাটের সুরইঘাট বাজারে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন- সন্ধ্যায় বিএনপি’র কর্মীরা হরতালের সমর্থনে সুরইঘাট বাজারে মিছিল বের করে। এ সময় টহলে থাকা পুলিশ সহ বাধা দিলে সংঘর্ষ বাধে। বিএনপি’র কর্মীদের ছুড়া ইটপাটকেলে সাব ইন্সপেক্টর সুরঞ্জিত কুমার আহত হন। এ ঘটনার পর আওয়ামী লীগ কর্মীরা এসে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি’র কর্মীদের ধাওয়া দেয়। এ সময়ও কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কানাইঘাট সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে পুলিশ অভিযানে রয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগের এক কর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কয়েকজনকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন