• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উপশহরে ছাত্রদলের স্বাধীনতা দিবসের র‌্যালিতে ছাত্রলীগের হামলা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৬, ২০১৫
উপশহরে ছাত্রদলের স্বাধীনতা দিবসের র‌্যালিতে ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সিলেট ২২নং ওয়ার্ড ছাত্রদলের র‌্যালী আলোচনা সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত ছাত্রদল নেতাকর্মীরা হলেন সিলেট জেলা ২২নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক আফজল খান (২২), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জুনেদ (১৯), প্রচার সম্পাদক মহিন উদ্দিন (২০), ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক (২২), ছাত্রদল কর্মী হাফিজুল হাসান (১৮) ও মারজানুল ইসলাম (২০)।
ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আহত হয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের কার্যনিবাহী পরিষদের সদস্য সৌরভ দাস (২৬), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম (২৪) ও মহানগর ছাত্রলীগ নেতা অসিম কান্তি কর (২৭)।

ঘটনাসূত্রে জানা যায়, (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট উপশহরের নেতাকর্মী ও সাধারণ কর্মীরা সকাল ১০ টায় উপশহর ই বøক পয়েন্টে জমা হতে থাকেন। সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের দ্বারা আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় বাধা প্রদান করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দু’গ্রæপের ঘন্টাব্যাপি তুমুল সংঘর্ষে উপশহর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানার একটি টিম ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উভয়পক্ষের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় ৪ ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

২২নং ওয়ার্ড কাউন্সিলর মিসবাহ উদ্দিন জানান ছাত্রদল দ্বারা শান্তিপূর্ণ র‌্যালী ও আলোচনা সভায় কোন ধরনের উষ্কানি ছাড়াই দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্রলীগ। পুলিশ এসে ছাত্রদলের উপর টিয়ারশেল নিক্ষেপ করে এবং ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন