দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী দারগাবাড়ি গ্রামে রুম্মানের বাড়িতে। ছাত্রলীগ নেতা নুরুলের নেতৃত্বে এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী গতকাল রাত ৮টার দিকে রুম্মানের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে থাকা লোকদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায়। এলাকায় আতংক নেমে আসে। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ারব্রিগেড ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আগুনে বাড়ির অনেকাংশ পুড়ে গেছে। কেউ হতাহত হননি।
রুম্মান ছাত্রদলের রাজনীতি করেন। এ নিয়ে ছাত্রলীগ নেতা নুরুলের সাথে তার পূর্ব বিরোধিতা রয়েছে। রুম্মানের পিতা মো: সুফি মিয়া অভিযোগ করেন, নুরুল পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। নুরুল ও তার সন্ত্রাসী বাহিনীর উৎপাতে তিনি অতিষ্ট। প্রতিটি মুহূর্ত কাটছে ভয় আর শংকার মাঝে। রুম্মানের জীবন নিয়ে তিনি উদ্বিগ্ন। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত রয়েছে।