• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে স্বামীর পরকীয়া : অভিযোগ লন্ডনি বধূর

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১, ২০১৭
সিলেটে স্বামীর পরকীয়া : অভিযোগ লন্ডনি বধূর

মোহাম্মদ আরাফাত সাঈদ :
৩২ বছরের সংসার জীবন। ৪ সন্তানের জনক তারা। এই সময়ে এসে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন এক লন্ডনি বধূ। বলেছেন, তার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে। দেশে থাকা ওসমানীনগরের এক মহিলার সঙ্গে তার পরকীয়া চলছে। বিষয়টি তাদের পরিবারের সবাই জানেন। এখন দেশে এসে তিনি যেকোনো সময় বিয়ে করে ফেলতে পারেন। এমন আশঙ্কায় তিনি বিষয়টি আগে থেকেই সিলেটের জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখা ও ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী লন্ডনি বধূ ফাতেমা রিপন খাতুন। আর অভিযুক্ত তার স্বামী মোছাদ্দিক হোসেন মানিক। সিলেটের ওসমানীনগর কুরুয়া এলাকার খাইয়াখাই গ্রামে তাদের বাড়ি। লন্ডনেই তারা বসবাস করেন। অভিযোগে তিনি জানান, মোছাদ্দিক হোসেন মানিক মিয়া কয়েক বছর পূর্বে দেশে আসলে ওসমানীনগর থানার তাজপুর শেখপাড়া সিকন্দরপুর গ্রামের বাসিন্দা শওকত আলীর কন্যা ফারজানা সুলতানার সঙ্গে অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। প্রবাসে অবস্থান করে গত ১০ বছর ধরে মোছাদ্দিক হোসেন মানিক মিয়া স্ত্রী সন্তানদের ভরণপোষণ না করে অন্যত্র বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। যুক্তরাজ্য অবস্থান করে মোছাদ্দিক হোসেন মানিক যা আয় করেন, সেই আয়ের বেশির ভাগ টাকা ফারজানা সুলতানার নামে টাকা প্রেরণ অব্যাহত রেখেছেন। বর্তমানে মোছাদ্দিক হোসেন মানিক মিয়া যুক্তরাজ্য অবস্থান করছেন। চলতি মাসে তিনি বাংলাদেশ তথা সিলেট আসার কথা। সিলেটে গিয়ে পরকীয়ায় আসক্ত থাকা ফারজানা সুলতানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ফাতেমা রিপন খাতুন তার লিখিত অভিযোগে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন