বিশ্বনাথ প্রতিনিধি : ২০১৭ সালের ১ অক্টোবর আশুরার দিনে বিশ্বনাথে শিয়া সুন্নি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে মাওলানা আমিরুল হত্যা মামলার পলাতক আসামী মাওলানা সুহেল আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সিলেটের ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ অক্টোবর আশুরা উপলক্ষে শিয়া মতাদর্শের অনুসারিরা তাদের প্রধান আনুষ্ঠিনকতা তাজিয়া মিছিল বের করার জন্য বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনের মাঠে তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতিকালে সুন্নী মতাদর্শীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সুন্নী মতাদর্শের অনুসারী মাওলানা আমিরুল মারা যান। উক্ত ঘটনায় সুন্নিয়া সংস্থার বিশ্বনাথ প্রতিনিধি মাওলানা আশিকুর রহমান বাদী হয়ে ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১২/৩৬১, তারিখ ০১/১০/২০১৭ ইং। ধারা: ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ দ:বি:। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সালাহ উদ্দিন গত ১১/১১/২০১৮ ইং তারিখে ১৮ জনকে অভিযুক্ত করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত তা আমলে নিয়ে পলাতক আসামী মাওলানা মিনহাজ আহমদ, মাওলানা সুহেল আহমদ ও সামছুদ্দিন আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। উক্ত আসামীগণ মামলার শুরু থেকে পলাতক রয়েছে।