(বাঁ থেকে) সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত সানী ও সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে রিপন আহমদকে সভাপতি, মাসুম আহমদ, রেদওয়ান জায়গীর ও ইত্তেফাকুল ওয়াহাব চৌধুরীকে সহ-সভাপতি এবং মোঃ আবুল হাসনাত সানী সাধারণ সম্পাদক, জামাল আহমদ, মোশাররফ হোসেন সহ-সাধারণ সম্পাদক, মোঃ এনামুল হককে সাংগঠনিক সম্পাদক, ছয়ফুল আলম চৌধুরী ও শিব্বির আহমদকে সহ সাংগঠনিক সম্পাদক, তৌফিক এলাহী চৌধুরী প্রচার সম্পাদক, ইমরান আহমদ দপ্তর সম্পাদক, সোয়েব আহমদ সহ দপ্তর সম্পাদক ও হানুর আহমদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে সিলেট জেলা, মহানগর, উপজেলার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ডেলিগেট উপস্থিত ছিলেন। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক হাজী দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাশ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। প্রেস বিজ্ঞপ্তি।