যুগভেরী ডেস্ক ::: একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বেতনভোগী তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ সরকারের কাছে ও আনসার হেডকোয়াটার খুলনার থাকা নথির ভিত্তিতে প্রাথমিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে৷
পুর্নাঙ্গ তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, যারা একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করছি৷
তবে এই বিষয়ে এখনই কোনো গেজেট প্রকাশ করা হবে না বলেও জানান তিনি৷ ‘‘আমরা তালিকা প্রকাশ করলাম, আগে রিঅ্যাকশনটা দেখব, জাতি চাইলে এটা হবে৷”
তিনি আরও জানান বিভিন্ন জেলার রেকর্ড রুম এবং সেই সময় বিজি প্রেসে ছাপানো তালিকা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই করে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে৷ কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এই তালিকার উদ্দেশ্য নয় বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী৷ তালিকাভুক্ত হলে মামলা করা যাবে বা তালিকাভুক্ত না হলে মামলা করা যাবে না এমন নয়৷ বাদী অভিযোগ আনলে মামলা হবে,” বলেন আ ক ম মোজাম্মেল হক৷