যুগভেরী রিপোর্ট : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে পাকিস্তানি বাহিনীকে যারা সহযোগিতা করেছিলেন এমন ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামসহ তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে। তালিকাভূক্ত রয়েছে তৎকালীন বৃহত্তর সিলেটের রাজাকারের নাম। মহান বিজয় দিবসের একদিন আগে গতকাল রবিবার রাজাকারদের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ, ক, ম মোজাম্মেল হক। এটি রাজাকারের তালিকার প্রথম পর্ব বলে জানান মোজাম্মেল হক।
তিনি জানান, প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। রাজাকারদের প্রথম পর্বের তালিকায় তৎকালীন সিলেটের ৩৫ জন রাজাকারদের নাম প্রকাশ পেয়েছে। তারা হলেন, ১. মো. সহিদ আলী (পিএমল কনভেনশন), কুয়ারপাড় সিলেট, ২. ডা. আব্দুল মজিদ, হাজরাই, থানা- কোতয়ালী, সিলেট, ৩. শফিকুল হক (জামায়াতে ইসলাম)- গ্রাম- নিজ দলইকান্দি, ডাক-গাছবাড়ি, থানা-কানাইঘাট, সিলেট, ৪. গোলাম জিলানী চৌধুরী, পিতা- মৃত তাহফিজ চৌধুরী, কাষ্টঘর, সিলেট পৌরসভা, সিলেট, ৫. মুতাছির আলী, পিতা-মৃত হাবিব উল্লাহ, গোটাটিকর, সিলেট, ৬. রফিক উদ্দিন আহমদ, সাবেক ডাক পিয়ন, সিলেট, ৭. মুহিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর, সিলেট, ৮. মাসুক উদ্দিন, পিতা- আফতাব উদ্দিন, গ্রাম-হাজীপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৯. মাজু মিয়া, পিতা- আব্দুল সারেং, গ্রাম-হাজীপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১০. পাখি মিয়া, গ্রাম-হাজীপুর, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১১. আব্দুন নুর, পিতা- আরজুমান্দ আলী, গ্রাম-বাণীগ্রাম, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১২. বশির আলী, পিতা- ইয়াকুব আলী, গ্রাম -নালিউরি, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ১৩, শেখ আশিক, পিতা-আব্দুর রহিম, গ্রাম-শাল্লারপাড়া, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৪. ফজলুু, পিতা-রইছ আলী, গ্রাম-পূর্ব ভাদেশর, থানা- গোলাপগঞ্জ, সিলেট, ১৫, হাবিব উদ্দিন, পিতা- হাবিবুর রহমান, গ্রাম- পশ্চিমভাগ, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৬, বাবুল আলী, পিতা- আব্দুল, গ্রাম-পশ্চিমভাগ, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৭. বছন, পিতা- সুমেদ আলী, গ্রাম-মাইজগ্রাম, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৮, বারিছ আলী, পিতা- ওয়াছির আলী, গ্রাম-দক্ষিণ কান্দিগাঁও বাঘা, গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ১৯, হাফিজ মাওলানা নুরুদ্দিন, গ্রাম-সরমখেল, ডাক- গহরপুর, থানা-বালাগঞ্জ, সিলেট, ২০. নাজমুল হুসেন খান, পিতা- গৌছুল হুসেন খান, সিলেট পৌরসভা, ওয়ার্ড নং-২, যতরপুর, কোতোয়ালি, সিলেট, ২১. মাওলানা হাবিবুর রহমান, পিতা- মৃত মমতাজ উদ্দিন, গ্রাম-রাড়াই, থানা-জকিগঞ্জ, সিলেট। ২২, মাওলানা হাবিবুর রহমান, পোস্ট-জকিগঞ্জ, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২৩, হাজী আসাদ্দার আলী, গ্রাম-দেউলগ্রাম, ডাক: চারখাই, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ২৪. মো. শামসুল ইসলাম চৌধুরী, (পিএমএল কাউন্সিল), মিরবক্সটুলা, জেলা-সিলেট, ২৫, মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম- মহিদপুর, পোস্ট-শাহবাগ, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২৬, মাহমুদুর রহমান চৌধুরী, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২৭. আবদুল কাদির চৌধুরী, গ্রাম ও পোঃ আলিনগর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২৮, আবদুর রকিব (এনআই), গ্রাম: ঘনশ্যাম, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২৯, মাওলানা মুফাজ্জিল আলী (জুঁই), রাখালগঞ্জ বাজার, দাউদকান্দি, থানাঃ কোতোয়ালি, জেলা: সিলেট, ৩০, হাজী আবদুর রহমান (পিএমএলসিভ) গ্রাম: শ্রীধরা (নবাং), পোস্ট: শ্রীধরা, থানা: বিয়ানীবাজার, সিলেট, ৩১, সৈয়দ মোতাহির আলী (ভারত), মিরবক্সটুলা, সিলেট পৌরসভা, সিলেট, ৩২, রাফাউল্লাহ, পিতাঃ মৃত ওহিদুল্লাহ, যতরপূর, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৩৩, মজিবর রহমান ওরফে আতাই, পিতা-সেকান্দার আলী ওরফে ফজলুর রহমান, গ্রাম- গোয়ালগাঁও, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩৪, আতিকুর রহমান ওরফে দেলুয়ার আলী, পিতা- সেকান্দার আলী ওরফে ফজলুর রহমান, গ্রাম- গোয়ালগাঁও, থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ৩৫. ফজলুর রহমান, গ্রাম-ইছামতি, ডাক-দয়ামীর, থানা-বালাগঞ্জ, সিলেট।