• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : শিপলু

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : শিপলু

সাবেক মেয়র কামরান তনয়, আওয়ামী লীগ নেতা ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ এবং আধুনিক দেশ হিসেবে পরিচয় পাচ্ছে। আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, উপজাতি সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে আনন্দের সাথে নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

দূর্গাপূজা উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর নাইওরপুল, রামকৃষ্ণ মিশন, মির্জাজাঙ্গাল, নিম্বাক আশ্রম, চৈতালী যুব সংঘ, মণিপুরী রাজবাড়ী সহ নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজার শুভেচ্ছা বিনিময় কালে ডা. শিপলু সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে উৎসব উদযাপনের আহবান জানান।

পূজা ম-প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, স্বেচ্ছাসেবকলীগ নেতা জয় দেব, বিপুল তালুকদার প্রমুখ।  বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন