• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

১ ঘন্টার কিংকর্তব্যবিমূঢ় কর্মসূচী অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
১ ঘন্টার কিংকর্তব্যবিমূঢ় কর্মসূচী অনুষ্ঠিত

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ২৮ অক্টোবর ২০২০ বুধবার বিকাল ৪.৩০ মিনিট হতে ৫.৩০ মিনিট পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়মিত উর্ধ্বগতি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, ধর্ষক কুলাঙ্গারদের ধারাবাহিক ধর্ষণ ঘটনা ও বাংলাদেশের সব ধরণের অনাকাঙ্খিত ঘটনার আইনী পদক্ষেপে জটিলতা নিরসনের দাবীতে ১ ঘন্টার কিংকর্তব্যবিমূঢ় কর্মসুচীতে বক্তারা বলেন, বাংলাদেশের ঋতু যেভাবে পরিবর্তন হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও ঠিক তেমনিভাবে পরিবর্তন হয়। সাধারণ মানুষের আয় বাড়ছে না। কিন্তু প্রতিদিনই সবচেয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মূল্য খুবই মারাত্মকভাবে উঠানামা করে। মানুষের জীবনযাত্রার মান নিয়ে সর্বক্ষেত্রে প্রহসন চলছে। সাধারণ জনগণের অবস্থা বিবেচনায় নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের নির্দিষ্ট তালিকা বিভাগীয় শহর সহ জেলা শহরে প্রণয়ন করা অতিমাত্রায় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বলেন, ধর্ষণ বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে। কারণ যেকোন একটি ধর্ষণ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করা হলে আরেকজন কুলাঙ্গার ধর্ষক কখনই স্বাধীন বাংলার কোন বয়সের নারীকেই ধর্ষণ করার সাহস পেত না। বাংলাদেশের জন্য ধর্ষণ ঘটনার অন্তত একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। বক্তারা আরো বলেন, সমগ্র বাংলাদেশে সর্বক্ষেত্রে অন্যায় বিষয়টি ডাল ভাতে পরিণত হয়েছে। যার যা ইচ্ছে সে তাই করছে। টাকার জন্য আইনের একজন রক্ষক ভক্ষকে পরিণত হয়েছে। পুলিশ ফাঁড়ির মতো জায়গায় একজন সাধারণ নাগরিককে বিচার বহির্ভূত ভাবে খুন করে ফেলা হয়েছে। সাধারণ নাগরিকদের সুবিচার পাবার প্রধান আশ্রয়স্থল পুলিশ প্রশাসন। সেখানে একজন মানুষকে যদি অকারণে হত্যা করা হয় তাহলে রাষ্ট্রের অবস্থান কোনদিকে পরিগণিত হবে। কর্মসুচী থেকে বক্তারা জোর দাবি নিয়ে বলেন, সর্বক্ষেত্রে প্রকৃত সুশাসন চাই, সুবিচার চাই, দেশ প্রেমে পরিপূর্ণ ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্ব জায়গায় আমরা সাধারণ নাগরিকরা দেখতে চাই। যেখানে রাষ্ট্রের সর্বস্তরের নাগরিকবৃন্দ সেবার সুযোগ পাবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এব্ং সিবিযুকস’র প্রতিষ্ঠাতা সদস্য ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নবদূত সামাজিক ফোরামের সহ-সভাপতি মোঃ আব্দুর রহীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। কিংকর্তব্যবিমূঢ় কর্মসুচীতে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ তালেব হোসেন তালেব, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুখতার আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আলমগীর হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক যুবনেতা মোহাম্মদ সাজ্জাদ খান, যুবনেতা হাফিজ রফিকুল ইসলাম। কর্মসুচীতে উপস্থিত ছিলেন, অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতি, সিলেট জেলার অন্যতম উদ্যোক্তা ইন্টারন্যাশনাল লাইব্রেরীর মোঃ খলিলুর রহমান খাঁন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যোগাযোগ সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, সহ-যোগাযোগ সম্পদাক খালিক নুর, সিলেট মহানগর প্রতিনিধি সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ চৌধুরী, প্রতিবন্ধী সম্পাদক মোঃ শরীফ আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইন্দ্রজ্যোতি পাল জীবন, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, যুবনেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ শেখ নজরুল ইসলাম, সাংবাদিক ফোজায়েল আহমদ, মোঃ আফজাল হোসেন, সিরাজ আহমদ, সৈয়দ রানা চৌধুরী, নাদেল হোসেন, ওয়াহিদ আহমদ, শাওন আহমদ, মাহীন আহমদ, মানিক চন্দ্র সরকার, মোঃ অলিউর রহমান, অবিনাশ সিংহ, ইবরাহীম আদনান, মোঃ মারুফ চৌধুরী, মোঃ আব্দুল মুকিত ও মোঃ লুৎফুর রহমান। কর্মসুচী থেকে ফ্রান্সে মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা জানান ও ফ্রান্সের সকল পণ্য বয়কটর করার জোর দাবি জানান। পাশাপাশি রায়হান হত্যাকারী আকবরকে শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জোর দাবি জানান বক্তারা। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন