যুগভেরী ডেস্ক ::: জটিল রোগে আক্রান্ত দিনমজুর মাহমদ আলী (৬৫) সমাজের দানশীল, সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চান। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে। অটোরাইস মিলের চালক দিনমজুর মাহমদ আলী দীর্ঘ দিন ধরে আলসার, শ^াস কষ্ট, হার্টের সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভোগছেন। ইতিমধ্যে মাহমদ আলী স্ট্রোক করে শয্যাসায়ী অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে বাড়িতে চিকিৎসাধীন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি সপ্তাহে প্রায় ১৫০০টাকার ঔষধ খেতে হয়। ঔষধ ক্রয় করে খাওয়ার মত সামর্থ তার নেই। মাহমদ আলী পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন। আর্থিক অভাবের কারণে উন্নত চিকিৎসা না পাওয়ায় দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকায় অসুখ দিন দিন বাড়ছে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার মাধ্যমে মাহমদ আীকে পুরোপুরি সুস্থ করতে প্রায় আড়াই থেকে ৩ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই স্বামীকে বাঁচাতে তার স্ত্রী হোছনা বেগম দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। দিনমজুর মাহমদ আলীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য তার বিকাশঃ ০১৭২৬-৮৩৯৭৭৪ নাম্বার অথবা হোছনা বেগমের একাউন্ট নাম্বার পূবালী ব্যাংক লিমিটেড চৌধুরী বাজার শাখা, সিলেট, হিসাব নং ৩৬২৪১০১০৭১৩০০ পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন। স্বামীকে বাঁচাতে সকলের কাছে সাহায্য সহযোগিতা করার জন্য বিনিত ভাবে অনুরোধ জানিয়েছেন হোছনা বেগম।