• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০
হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল ইভা আক্তার (২)। হঠাৎ সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

অনেকক্ষণ ইভাকে দেখতে না পেয়ে তার মা খোজ করেন। কিন্তু কোথায় ইভাকে পাওয়া না গেলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে খোজ করলে ইভাকে থাকতে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইভাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইভা উপজেলার উবাহাটা গ্রামের গাড়ি চালক ইকবাল মিয়ার মেয়ে।   শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা গ্রামের কাউন্সিলর মো. তাহির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন