• ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জে রাতের আধারে ৫ শতাধিক গাছের চারা কর্তন

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
নবীগঞ্জে রাতের আধারে ৫ শতাধিক গাছের চারা কর্তন
নবীগঞ্জ সংবাদদাতা : এ কেমন শত্রুুতা নবীগঞ্জে  রাতের আধারে কে বা কারা ৫ শতাধিক গাছের চারা কর্তন করেছে দুস্কৃতিকারীরা। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার বাড়ীতে প্রায়  ১৩ একর ভুমিতে মাছের ফিসারীর চারদিকে কিছুদিন প্রায় ৫ শতাধিক বিভিন্ন জাতের চারা রােপন করা হয়।
গত সোমবারে রাতের আধারে কে বা কারা গাছের সব চারা গুলো কেটে ফেলে দেয়।  পরদিন সকালে বাড়ীর লোকজন দেখে হতভম্ব হয়ে যান এবং বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে  মরহুম বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার পুত্র শাহিনুর রহমান অভি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধরন ডায়েরী দায়ের করেন। এলাকার লোকজন বলেন,রাতের আধারে গাছের চারা কেটে ফেলে এ কেমন শত্রুুতা করল দুস্কৃতিকারীরা।
সংবাদটি শেয়ার করুন