• ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট নগরীর হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
সিলেট নগরীর হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সিলেট নগরীতে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সুরমা অন্ধ কল্যাণ সমিতি, সিলেট-এর উদ্যোগে এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, ঢাকার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই উপলক্ষে গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী যাদুঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি রোটারিয়ান টিটু ওসমানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসমানী যাদুঘরের সহকারী কিপার মো. জিয়ারত হোসেন খান, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ-এর সাবেক ডেপুটি গভর্নর আজিজুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুরমা অন্ধ কল্যাণ সমিতি,সিলেট-এর সাধারণ সম্পাদক মো. সালামত রাজা চৌধুরী প্রমুখ ।   প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন