বৃহত্তর জৈন্তার সর্বত্র সংযোগ সহ গ্যাস প্রাপ্তি ও মহালসামিল জলকরে গ্রামবাসীদের অধিকার পুনর্বহালের দাবীতে আন্দোলনরত জৈন্তিয়া জনদাবী পরিষদের উদ্যোগে গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার জৈন্তাপুরের হরিপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দাবী দ্বয়ের পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ইতিপূর্বেকার আঞ্চলিক কমিটির সম্মতিতে নতুন একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
জৈন্তিয়ার ১৭ পরগণার অন্যতম মুরব্বী মৌলভী কুতুব উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাফিজ জাকির হোসেনকে আহবায়ক এবং বিলাল আহমদ (ইমরান) ও হাফিজ কামরুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং মোঃ আব্দুল্লাহকে সদস্য সচিব ও বিলাল আহমদ, ইমরান, মোঃ নুরুল হক, মুরাদ হাসান, মোঃ নাজিম, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, মোঃ জাকারিয়াকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট নতুন একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় মৌলনা আব্দুল মালিক ও দেলোয়ার আহমদ মাসুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ও তাদের সম্মতিতে মৌলভী কুতুব উদ্দিন শিকাদরকে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সভায় উপরোক্ত নেতৃবৃন্দ ও স্থানীয় যুব নেতা বেলাল আহমদ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি