• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহানবিকে অবমাননার প্রতিবাদে লালাবাজারে খেলাফত মজলিসের মিছিল-সভা

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
মহানবিকে অবমাননার প্রতিবাদে লালাবাজারে খেলাফত মজলিসের মিছিল-সভা

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবি (সা.)-কে অবমাননার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শখার উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) জুমআর নামাজ শেষে লালাবাজার কেন্দ্রীয় মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের কিছু অংশ ও পুরো বাজার প্রদক্ষিণ শেষে আবারও বাজারে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি ডা. আব্দুল ওয়াহাব। সাধারণ সম্পাদক ইসলামুল হকের পরিচালনায় অনু্ষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি হেলাল আহমদ, সেক্রেটারি হাবিবুর রহমান আবদাল, বিশিষ্ট ব্যবসায়ী সেবুল আহমদ, মাওলানা আহমদ মর্তুজা, জাহিদ আহমদ,  ছাত্রনেতা ফুয়াদ আহমদ ও আনহার  প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সহসভাপতি শামীম আহমদ, দারুল কোরআন মাদরাসা নাজিরবাজার-এর শিক্ষক মাওলানা মকসুদ হাসান ও বিশিষ্ট সমাজসেবী সাজ্জাদ মিয়া প্রমুখ।

প্রতিবাদসভায় বক্তারা ফ্রান্স সরকার ম্যাক্রোঁর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে তাকে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। এছাড়া বিশ্বের সকল মুসলিমকে ফরাসি সব ধরণে পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন