• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সিলেটের পূর্ব সাদাটির এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন্স এটি এম বদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর রিজন চেয়ারপার্সন লায়ন মিছবাহ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শাহজাহান, সাদাটিকর জামে মসজিদের মোতায়াল্লি মো: কামাল আহমদ ,ট্রেজারার লায়ন মাহমুদা আক্তার, লায়ন এডভোকেট জামাল উদ্দিন, লায়ন ফকির মাহবুব, লিও ডিস্ট্রিক জয়েন্ট ট্রেজারার এবং লিও ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র প্রেসিডেন্ট এস এম জুবায়ের, লায়ন বিনা রাণী সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

খাদ্যসামগ্রী বিতরণ কালে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে গরীব অসহায় মানুষেরা অসহায় অবস্থায় রয়েছে। লায়ন্স ক্লাবের পাশাপাশি সমাজের সর্বস্তরের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন