• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারায় ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে একজন আটক 

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২, ২০২০
দোয়ারায় ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে একজন আটক 
দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে আব্দুস শহীদ (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন দোয়ারাবাজার থানার এস আই মাহমুদুল হাসান । আটক কৃত ব্যাক্তি উপজেলার নরসিনপুর ইউনিয়নের দ্বীনের টুক গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুস সহিদ( ৪০)।
পুলিশ জানায়, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের গ্রামের এক মহিলাকে জোড় পুর্বক ধর্ষণ করে সে। বর্তমানে ঐ ধর্ষিতা সিলেট এম এ জি ওসমানি মেডিকেলে কলেজ হাসপাতালে অসিসিতে চিকিৎসাদিন রয়েছেন।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন,ধর্ষণের খবর পাইছি জড়িত একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াদিন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন