• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিদেশী রিভলবারসহ বিশ্বনাথ এলাকা থেকে গ্রেফতার ২

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২, ২০২০
বিদেশী রিভলবারসহ বিশ্বনাথ এলাকা থেকে গ্রেফতার ২

যুগভেরী ডেস্ক : ১ নভেম্বর রাত ৯ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম এর সমন্বয়ে সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারের টোল অফিসের সামনে অভিযান চালায় । অভিযানে পেশাদার অস্ত্র ব্যবসায়ী জনৈক হাটখোলা গ্রামের মো. শরকুম আলীর ছেলে আব্দুল খালিক (২২) ও মৃত ওয়াসির মিয়ার ছেলে মো. আজিজ মিয়া @আজির উদ্দিন (৩০)কে

১টি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করে র‌্যাব। ধৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে এবং তাকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন