• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চিকিৎসকের বাসায় উদ্ধার হওয়া অজগর খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
চিকিৎসকের বাসায় উদ্ধার হওয়া অজগর খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত

সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে। ‘অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট রেঞ্জের সিলেট বন বিভাগের খাদিমনগরের জাতীয় উদ্যানে এই অজগর সাপটি অবমুক্ত করেন খাদিমনগর জাতীয় উদ্যোনের কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, সোমবার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে অজগরটি মিরের ময়দান এলাকার অর্ণব ৭৫ নম্বরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এ.এন.এম ইউসুফ এর বাসার গেটে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পরিবেশ কর্মী আশরাফুল কবির সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

অজগর সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, খাদিম নগর বিট কর্মকর্তা মো. সামছুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পরিবেশ কর্মী আশরাফুল কবির, সিলেট সদর ফরেস্ট গার্ড আবু তাহের, টিলাগড় বিট বাগান মালি আজিজুর রহমান, ক্রেল সদস্য আব্দুল কাদির, মো. আমির আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন