• ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঁচ’শ হোন্ডা আর এক হাজার গুন্ডার রাজনীতি না করে জনসেবা করুন : এমপি মোকাব্বির খান

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
পাঁচ’শ হোন্ডা আর এক হাজার গুন্ডার রাজনীতি না করে জনসেবা করুন : এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::: সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, বর্তমান সমাজে এক শ্রেণীর রাজনীতিবীধ আছেন তারা পাঁচশ হোন্ডার আর এক হাজার গুন্ডার রাজনীতি করেন। এসকল রাজনীতিবীধরা কোথাও গেলে পাঁচশ হোন্ডায় এক হাজার গুন্ডা ও বড় একটি গাড়ি বহর নিয়ে যান। এতে জনগণকে এক ধরণের আতংকিত করে তুলেন। এসব রাজনীতিবীধদের উদ্দেশ্য করে তিনি বলেন পাঁচশ হোন্ডা আর এক হাজার গুন্ডার রাজনীতি না করে সঠিকভাবে জনসেবা করুন। তিনি আরও বলেন জনগণ তাদের ন্যায্য ভোট দিয়ে একজন জনসেবক বানায়, মহাজারা হয়ে স্ট্যাজে বড় চেয়ারে বসে থাকার জন্য নয়। নিজে মহারা না হয়ে জনগণের সারিতে বসে সুখ দুঃখের কথা শুনে উন্নয়নে সহযোগীতা করার জন্য অনুরুধ করেন।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথের মুফতিরগাঁও গ্রামবাসির উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। গ্রামের প্রবীন মুরব্বি শেখ মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও সংগঠক হিরন মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অধ্যক্ষ নওমান আহমদ, উপজেলা আল ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম ও বিএনপি নেতা জসিম আুদ্দিন জুনেদ।

সংবাদটি শেয়ার করুন