• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসী।
৩ নভেম্বর মঙ্গলবার বাদ যোহর রাখালগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ-মিছিল বের হয়। মিছিলটি ঢাকাদক্ষিণ-মোগলাবাজার সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ করে।
রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও লতিফিয়া ঈমাম সোসাইটি দাউদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল হক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সোবহানীঘাট ডি ওয়াই কামিল মাদরদসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ, লক্ষণাবন্দ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, কাজি মওসুফুল করিম, আব্দুর রহিম চৌধুরী।
উপস্থিত ছিলেন বদরুল ইসলাম বদই, হাফিজ নজমুল ইসলাম, মিজানুর রহমান, হাফিজ মঈনুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ শাহিন, মাওলানা হাবিবুর রহমান, রফিক উদ্দিন, হাফিজ জাহিদ আহমদ, হাফিজ বদরল ইসলাম, হাফিজ ফাহিম আহমদ, হাফিজ আব্দুল্লাহ আল মশুদ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমান করায় বিশ্ব মুসলিম উম্মাহ চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহ’র কাছে ফ্রান্সের ক্ষমা চাইতে হবে। বক্তারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কটসহ ফ্রান্সের দূতাবাসের সাথে কূটনীতিক সকল সহযোগিতা বন্ধ রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন