আশরাফুল ইসলাম, বিশ্বম্ভরপুর থেকে : বিশ্বম্ভরপুরে মহান মুক্তিযোদ্ধে কীর্তিমান ৪ বীর পুরুষকে ১৯৭১ সালের ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করায় জাতি এই দিনটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। গতকাল মঙ্গলবার মধ্যাহ্নে সারা দেশের ন্যায় এরই প্রেক্ষাপটে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা হলরুমে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজীর আহমদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নূরুল আলম সিদ্দিকী’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,সৈনিকলীগ,তাতীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তাগন উল্লেখ করেন যে, আজকের এই দিনে ৭১ এর জাতীয় ৪ নেতার বর্বরোচিত জেল হত্যা; ইতিহাসের কালো অধ্যায় হয়ে ঁেবচে থাকবে এবং কোটি বাঙ্গালীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।