• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ আটক ২

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ :::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সাড়ে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২ টায় উপজেলার জিগারতলা বাজার এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।
আটককৃতরা হলেন, মালেক মিয়া (৩২) ও আশরাফ উদ্দিন (৩০)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার এএসপি একে এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সমন্বয়ে একটি আভিযানিক দল নিয়ে অভিযানে নামে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এ সময় ৫৬০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার টাকাসহ মালেক মিয়া ও আশরাফ উদ্দিনকে আটক করা হয়।
পরে জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদটি শেয়ার করুন