• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

যুগভেরী ডেস্ক :::  সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে. এম সমিউল আলমকে প্রধান কমিশনার এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্ম্মনকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আজ বুধবার ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১২ ডিসেম্বর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এছাড়া আগামী ১০ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ২১ নভেম্বর নির্বাচনের তফশিল ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন