• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সমাজসেবী শামছুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী শুক্রবার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
সমাজসেবী শামছুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী শুক্রবার

বিশিষ্ট সমাজসেবী মরহুম শামছুল আলম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী শুক্রবার । এ উপলক্ষে শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৌলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষীদের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
শামছুল আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির সভাপতি ছিলেন। এছাড়া সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট পরিবার পরিকল্পনা সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৫ সালের ৬ নভেম্বর ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন