ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক, কর্মধা নিবাসী আব্দুল বারেক (৫৫) গত ৪ নভেম্বর বুধবার রাত সাড়ে ১০টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পালবাড়ী নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য-আত্মীয় স্বজন, বন্ধু বন্ধব রেখে গেছেন।
৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় তার বাড়ির প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুল বারেকের লাশের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা জুনায়েদ আহমদ।
জানাযার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই নাজির আহমদ বছন।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত ইসলাম, ওসি (তদন্ত) খালেদ চৌধুরী, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব শাহিদ উস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মিছবাহ আহমদ চৌধুরী, রাজু আহমদ রাজা, সিরাজুল ইসলাম চৌধুরী, মামুন আহমদ নেওয়াজ, মীর শাখাওয়াত হোসেন তরু, যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা সিবিএর সভাপতি আব্দুল মালেক চৌধুরী, সিবিএ নেতা আব্দুল মতিন, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা রাজ্জাক হোসেন, ফজলুল করিম হেলাল, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মাষ্টার, আওয়ামীলীগ নেতা পংকি মিয়া, হাজী আতিকুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, আওয়ামিলীগ নেতা তুহিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সাদিকুর রহমান মেম্বার, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক আব্দুল বারী, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী মিছলু, যুবলীগ নেতা পারভেজ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এইছ দিনার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ, মোগলা বাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি হেলাল আহমদ, তেরাব আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, হেলাল আহমদ মেম্বার, জামাল আহমদ মেম্বার, আকবর হোসেন মেম্বার, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহরাব হোসেন জুনেল, ফয়সল আহমদ, নাহিদ সুলতান পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস প্রমুখ।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির শোক
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বারেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
তিনি এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি