সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে শিক্ষা বৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। ৯ নভেম্বর দুপুরে আলিয়া খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্টানিক ভাবে বিতরন করা হয়। খাসিয়া মন্ত্রী উটিয়ান টং পেয়ার এর সভাপতিত্বে অনষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিচিল ও জহিরুল ইসলাম সহকারী যুব উন্নয়ন অফিসার প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন প্রধান শিক্ষক বিকাশ দেব।