• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিচার বিভাগীয় কর্মচারী এসাসিয়েশনের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
বিচার বিভাগীয় কর্মচারী এসাসিয়েশনের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবীতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখা।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিচার বিভাগ সিলেটে কর্মরত প্রায় সাড়ে তিন শতাধিক কর্মচারীরা এ স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারন সভায় সংগঠনের ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী বরাবরে প্রত্যেক জেলার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সিলেট জেলা শাখা ৩ দফা দাবী যথাক্রমে (১) অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভূক্ত করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, (২) সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট ও মন্ত্রনালয়ের সমন¦য়ে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠ্যতার ক্রমানুসারে প্রতি ০৫ বৎসর অন্তর অন্তর স¦য়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা, (৩) অধঃস্তন সকল আদালতে কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন দাবী সম¦লিত ৩(তিন) পৃষ্ঠার স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের নিমিত্তে জেলা প্রশাসক,সিলেট এর নিকট হস্তান্তর করা হয়।

বিচার বিভাগ সিলেটে কর্মরত প্রায় সাড়ে তিন শতাধিক কর্মচারীর উপস্থিতিতে স¦াস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত¦ বজায় রেখে ব্যানার শোভাযাত্রা সহ জেলা প্রশাসক,সিলেট বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শোভাযাত্রাটি সিলেট জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শুরু করে সিলেট জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সিলেট জেলার বিচার বিভাগীয় কর্মচারীদের পক্ষে প্রতিনিধি হিসেবে এসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি ও জেলা জজ আদালতের নাজির মোঃ নাজিম উদ্দিন, সহ সভাপতি ও মহানগর দায়রা জজ আদালতের নাজির কজ্জল কান্তি চক্রবর্ত্তী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, জেলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা জজ আদালতের সেরেস্তাদার মোঃ সাইফুল ইসলাম ও জেলা কমিটির সদস্য এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টেনোগ্রাফার দীপংকর পাল মাননীয় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা জজ আদালতের সেরেস্তাদার রতি কান্ত দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, জেলা কমিটির সহ-সভাপতি ও চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত এর নাজির মোঃ আজাদ মিয়া, সহ-সভাপতি মোঃ আমিনুর রশীদ, জেলা কমিটির অর্থ-সম্পাদক মোঃ আতাউর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও সুব্রত কুমার সিংহ, কার্য্যকরী কমিটির সদস্য ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির মোঃ ফাইজুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন চৌধুরী, সহ অর্থ-সম্পাদক মোঃ খুরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা আক্তার, প্রচার-সম্পাদক সুলতান আহমদ, কার্য্যকরী কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ ছয়েফ উদ্দিন, মোঃ আবু হাসনাত রিয়াজ, মোঃ আলী হোসেন, মোঃ মিজানুর রহমান প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন