• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কানাইঘাটে ভারতীয় মদ সহ তিনজন গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
কানাইঘাটে ভারতীয় মদ সহ তিনজন গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ৪৭ বোতল ভারতীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে থানার এসআই রাম চন্দ্র দেব, পার্থ সারথী দাস সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের পাশ থেকে বোরহান রাস্তায় একটি অনটেস্ট অটোরিক্সা সিএনজি গাড়ীতে তল্লাশী করে ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও সিএনজি চালক সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পাশর্^বর্তী জৈন্তাপুর উপজেলার আঞ্জাগ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র হবিব আলী (৫০), লিয়াকত আলীর পুত্র সিএনজি চালক শাকিল আহমদ (২২) ও গৌরি (ভিত্রিখেল উত্তর) গ্রামের মৃত শওকত আলীর পুত্র আব্দুস সাত্তার (৪৫)। এ ঘটনায় থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন