• ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীন ১১০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীন ১১০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার

শাকির আহমদ, কুলাউড়া  : মুজিব শতবর্ষ উপলক্ষে কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনের উদ্দেশ্যে উপকারভোগী নির্বাচন, গৃহ-নির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসক ভূমিহীনদের গৃহনির্মাণের জন্য উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মুক্তিযোদ্ধা মীরজান আলীর বাড়ির সামনে সরকারি খাস জমি পরিদর্শণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,  কুলাউড়া উপজেলায় ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার। প্রকল্প বাস্তবায়নে তিনি সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন