• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অপূর্ব শর্মাকে পরিকল্পনামন্ত্রীর অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
অপূর্ব শর্মাকে পরিকল্পনামন্ত্রীর অভিনন্দন

যুগভেরী রিপোর্ট ::::
এশিয়ার প্রাচীনতম সংবাদপত্র দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মাকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি।
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেন,‘ অপূর্ব শর্মাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তিনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে নিয়মিত কাজ করছেন। সংবাদপত্রের পাশাপাশি সাহিত্যেও কাজ করেন তিনি। তাঁর সম্পাদনায় দৈনিক যুগভেরী আরও সামনে এগিয়ে যাবে মনে করি।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘দৈনিক যুগভেরী একটি প্রাচীণতম সংবাদপত্র। ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা সময়ে গণমানুষের পক্ষে কাজ করেছে এই সংবাদপত্রটি। আমি দৈনিক যুগভেরীর সাফল্য কামনা করি।’

 

সংবাদটি শেয়ার করুন