• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশে কোনো গৃহহীন পরিবার থাকবে না : বিভাগীয় কমিশনার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
দেশে কোনো গৃহহীন পরিবার থাকবে না : বিভাগীয় কমিশনার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার :::
সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, ‘দেশে কোনো গৃহহীন পরিবার থাকবে না। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে বাংলাদেশের সকল গৃহহীনদের গৃহ নির্মাণের সিন্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে অধিকাংশই পুরণ করা হবে মুজিববর্ষে।’
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ এলাকায় সরকারি খাস জমিতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের ভূমিসহ ঘর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচীর আওতায় ১৫টি ঘর নির্মাণ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাধ বর্ধন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন