• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রয়েল ও গ্রামীণ হাসপাতালসহ ১৫ প্রতিষ্ঠানকে নোটিশ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
রয়েল ও গ্রামীণ হাসপাতালসহ ১৫ প্রতিষ্ঠানকে নোটিশ

যুগভেরী রিপোর্ট :::
সিলেটে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন শুরু হচ্ছে। এরই মধ্যে এ ধরনের ১৫টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট স্বাস্থ্য বিভাগ। এসব প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর পরিচালক সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘টাস্কফোর্সের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স গ্রহণ ও নবায়নের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু, আপনার প্রতিষ্ঠান কর্তৃক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত অনলাইনের মাধ্যমে নতুন লাইসেন্স/লাইসেন্স নবায়নের জন্য রেজিস্ট্রেশন করেননি।
সুতরাং, সরকারি সিদ্ধান্ত অমান্য করে কিভাবে এখন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কর্তৃক সেবা প্রদান করে যাচ্ছেন, এর উপযুক্ত কারণ ব্যাখ্যাসহ আগামী ১৫ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে নতুন লাইসেন্স/লাইসেন্স নবায়নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ দপ্তরকে অবহিত করতে অনুরোধ করা হলো।’ অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ হচ্ছে, নগরীর কাজি ইলিয়াস এলাকার রয়েল হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, দরগাগেইট এলাকার মহানগর হাসপাতাল ও লাইফ কেয়ার পলিক্লিনিক, লামাবাজারের আয়েশা মেডিকেয়ার, পাঠানটুলার বিএভিএস হাসপাতাল, দক্ষিণ কাজলশাহ’র গ্রামীণ হাসপাতাল, ওসমানী মেডিকেল রোডের মেডিচেক প্যাথলজি সেন্টার ও সিলেট সিটি ডেন্টাল এক্সরে, স্টেডিয়াম মার্কেটের পারফেক্ট ডিজিটাল ল্যাব, সেবা ডায়াগনস্টিক সেন্টার, মেডিল্যাব সার্ভিসেস আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, রিকাবীবাজারের সিলেট ডিজিটাল ডেন্টাল এক্সরে, মেরী স্টোপস ক্লিনিক এবং মধুশহীদ এলাকার গ্রীণ লাইফ ব্ল্যাড ব্যাংক। সম্প্রতি এসব প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়।
স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান জানান, সিলেটের অলি-গলিতে ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরি করতে এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এবং প্রাইভেট মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাথে স্বাস্থ্য বিভাগের বৈঠক হয়েছে। শনিবারের মধ্যে এ ধরনের অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন