• ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৪ হিজরি

সোবহানীঘাট থেকে ইয়াবাসহ যুবক আটক

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
সোবহানীঘাট থেকে ইয়াবাসহ যুবক আটক

যুগভেরী রিপোর্ট ::::
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জহিরুল ইসলাম (৩৩) নামের ওই যুবককে আটক করা হয়।
তিনি পিরোজপুর জেলার সরূপকাঠি থানার জিরবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সিলেটে বিমানবন্দর থানা এলাকার বাদামবাগিচায় বসবাস করছিলেন তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ পিস ইয়াবাসহ জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি মাদক ব্যবসায়ী ও দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত। কাষ্টঘর থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন স্থানে খুচরো দরে বিক্রি করেন তিনি।
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন