• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হলেন ধর্মপাশার অ্যাড. মো. গোলাম কিবরিয়া

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হলেন ধর্মপাশার অ্যাড. মো. গোলাম কিবরিয়া

বিন্দু তালুকদার, সুনামগঞ্জ ::: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ – সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ারসহ ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রসঙ্গত, অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত আছেন।

সংবাদটি শেয়ার করুন