• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
দোয়ারাবাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরসিংপুর ইউনিয়ন দক্ষিণ শ্রীপুর গ্রামে। মৃত ব্যাক্তি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত. ছেরাগ আলীর পুত্র আপ্তাব আলী (৫৫)। রোববার দুপুরে বাড়ির আঙ্গিনায় স্ট্যান্ড ওয়ালা ফ্যান দিয়া মাড়াইকৃত ধানের ময়লা পরিষ্কার করতেগীয়ে এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, কৃষক আপ্তাব আলী ধানের ময়লা পরিষ্কার করার জন্য বড় স্ট্যান্ড ওয়ালা ফ্যানের সংযোগ দিতে যান, এ সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন চিকিৎসার জন্য ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি মুহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন