সৈয়দ আব্দুল মান্নান, হবিগঞ্জ ::: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির করোনা জয় করে বাসা ফিরেছেন। তিনি তাঁর সংসদীয় আসনের এলাকায় করোনা দুর্যোগে রাত বিরাত জীবন বাজী রেখে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন করোনা যুদ্ধা হিসেবে। অবশেষে গত ২৭ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনীর এয়ার হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ এ নেয়া হয়। সুপ্রসিদ্ধ চিকিৎসক মন্ডলীর চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে ১৫ নভেম্বর হবিগঞ্জের বাসভবনে ফিরেছেন। করোনা আক্রান্তের সারা হবিগঞ্জের দলীয় নেতা-কর্মীরা মসজিদ, মন্দিরে প্রার্থনার আয়োজন করেন। এমপি এডভোকেট আবু জাহির হবিগঞ্জ বাসী তাঁর সুস্থতা জন্য দোয়া ও সার্বক্ষণিক তাঁর খোঁজ খবর নেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।