• ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কুলাউড়ার ইউপি উপ-নির্বাচন : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র জমা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
কুলাউড়ার ইউপি উপ-নির্বাচন : আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র জমা

শাকির আহমদ, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) কুলাউড়া উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবালের কাছে মনোনয়নপত্রগুলো জমা দেন প্রার্থীরা। মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র জমা দেননি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. জামাল হোসেন।
বেলা ১ টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী ও বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির মোক্তার মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সহ সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনার উদ্দিন প্রমুখ।
বিকাল সাড়ে ৩ টায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক সি এম জয়নাল আবেদিন মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ চৌধুরী তুতি, সহ সভাপতি নেপুর উদ্দিন সাধারণ সম্পাদক তাজ খান, সাংগঠনিক সম্পাদক সাহান উদ্দিন আহমদ, শামীম আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু উদ্দিন প্রমুখ।
বিকাল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. খয়রুল আলম চৌধুরী টিপু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাছিদুর রহমান আনার, সাবেক মেম্বার ছালিক আহমদ গেদা, বাফুফের নিয়মিত পরিচালক তাজুল ইসলাম সাইকুল প্রমুখ।
সবশেষে বিকাল পৌণে ৫টার দিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন খোরশেদ আলম খান সুইট। এসময় উনার সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইসরাঈল খান, সাইদুল আল খান রাহেল, সিলেট মহানগর যুবলীগ নেতা ফাইয়াজ খান ছলিট, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পারভেজ আহমদ প্রমুখ।
বরমচাল ইউনিয়নের উপ-নির্বাচনের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মো. আহসান ইকবাল বলেন, ‘চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭ নভেম্বর প্রার্থীদের যাচাই বাছাই হবে। ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ২৪ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে। তিনি আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

সংবাদটি শেয়ার করুন