শ্রীকান্ত পাল,জকিগঞ্জ ::::
নারী নির্যাতন ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। যেখানেই অপরাধ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নারী পুরুষদের সমান তালে আগাতে হবে। আর পরিবার থেকেই এ চর্চার বিকাশ ঘটাতে হবে। শনিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধ সমাবেশে এসব কথা বলেন বক্তরা। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি বিপ্লব হোম দাসের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লে. কর্ণেল রফিকুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপ্ত রায়, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। নারী অধিকার বিষয়ক অভিব্যক্তি প্রকাশ করেন মমতা নারী উন্নয়ন সমিতির ফারজানা আক্তার দীপা ও কর্মী রুজি বেগম।
বক্তারা বলেন, সমাজে নারী নির্যাতন একটি ভয়াবহ ব্যধি। এ অবস্থার উন্নতি করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারী পুরুষের মধ্যে কোন ভেদাভেদ করলে চলবে না। শিক্ষাদীক্ষা ও কর্মক্ষেত্রে নারীরা যাতে সমান সুযোগ পায় সেদিকে গুরুত্ব দিতে হবে।