• ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২রা রমজান, ১৪৪৪ হিজরি

বিশ্বনাথে চালক ফোনে, গাড়ি দোকানে !

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
বিশ্বনাথে চালক ফোনে, গাড়ি দোকানে !

আশিক আলী, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা সেতুর মুখে রেখে গাড়ি থেকে নেমে চালক ফোনে কথা বলেন। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখেন তার গাড়ি একটি দোকানের ভেতরে ঢুকে গেছে। তখন গাড়ির চালককে খুঁজেন জনতা। এসময় সেখানে গিয়ে চালক নিজে উপস্থিত হয়ে বললেন গাড়িটি আমার। জনতা এই চালকের উপর ক্ষিপ্ত হলেও পুলিশের জন্য বেঁচে যান তিনি। আর অল্পের জন্য অনেক পথচারি ও আশপাশের অনেক ব্যবসায়ীরা রক্ষা পান। বড় ধরণের কোন অঘটন ঘটেনি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ২টার দিকে সিলেট শহরের ভূইয়া পাম্প থেকে যাত্রী নিয়ে বিশ^নাথে যায় সিলেট-থ-১১-৭৪২৬ সিএনজি চালিত ওই অটোরিকশাটি। বাসিয়া সেতুর মুখে গাড়িটি দাড় কারিয়ে চালক সাইফুল ইসলাম (২৬) যাত্রী নামিয়ে দিয়ে তিনিও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান। চালক আসনে না তাকায় গাড়িটি দৌড়ে গিয়ে ব্লাক ডায়মন্ড কাপড়ের দোকানের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। এতে  ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের স্বত্ত্বাধিকারি রেজউল ইসলাম দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন