যুগভেরী ডেস্ক ::: মুক্তিযোদ্ধা পরিবারের ১০ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার ( ১৮ নভেম্বর ) দুপুরে সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভ্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সিলেট জেলা ডেপুটি কমান্ডার মুুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেনের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. নুরুল মোমেন, মৌলভীবাজার জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, হবিগঞ্জ জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শ্রী গৌর প্রসাদ রায়, সিলেট মহানগর কমান্ডার আব্দুল খালিক, ছাতক উপজেলা কমান্ডার মো. তোতা মিয়া, তাহিরপুর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা উছমান মাস্টার, মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশীদ, জহির মাস্টার, সাইদুর রহমান, মতিন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মো. কুটি মিয়া, সদও উপজেলা কমান্ডার মো. এরশাদ আলী, জেলা ইউনিট নেতা সুবেদার আফতাব উদ্দিন, সুবেদার রফিক উদ্দিন, মো. মিরন মিয়া, গোলাপগঞ্জ কমান্ডার আকমল আলী, যুব কমান্ড কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শ্রী মনোজ কপালী মিন্টু, জেলা সভাপতি জিল্লুর রহমান, যুব কমান্ড মহানগর সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক মো. সালা উদ্দিন, সন্তান কমান্ড নেতা সুজন মিয়া, চান মিয়া ও জেলা যুব কমান্ড নেতা আলী নুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিনা খরচে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চিকিৎসা, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, অবিলম্বে রাজাকারদের তালিকা প্রণয়ন, গোবিন্দগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা চত্বও নির্মাণসহ ১০ দফা দাবি মানতে হবে।