• ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে নৌ পথে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার ৫

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
ছাতকে নৌ পথে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার ৫

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক নৌ বন্দর এলাকায় সুরমা নদী হতে এক পুলিশী অভিযান চালিয়ে চাাঁদাবাজীর অভিযোগে ৫জন কে গ্রেফতার করতে সক্ষম হয় ছাতক থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টায় সুরমা ও পিয়াইন নদীর মোহনা হতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে এক পুলিশি অভিযান চালিয়ে নদীতে বলগেট পাথর বালু ভর্তি নৌযান হতে চাঁদা সংগ্রহ কালে উপজেলার ইসলাম ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত নেছার আহমদের ছেলে রুহুল আমিন (৩৮), গণেশপুর গ্রামের আজিজুল হকের ছেলে চপল মিয়া (২০), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের ইছাকলস গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৫), রুবেল মিয়া (২৪) একই গ্রামের সোনা মিয়ার ছেলে উজ্বল মিয়া (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান চাঁদাবাজদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে মামলার প্রস্তুতি চলছে। নৌ পথে চাঁদাবাজী করতে দেওয়া হবে না। আমরা চাঁদাবাজতের সমুচিৎ জবাব দিতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন