• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

এম ইজাজুল হক ইজাজ : বৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সংগঠক মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ)’র দরগাহ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল এবং যুক্তরাষ্টে ও নগরীর লামাবাজারস্থ দেওয়ান ফরিদ গাজীর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, আশফাক গাজী নাহেদ কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাহেদ গাজী, সিলেট জেলা জর্জকোটের এডিশনাল পিপি মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা মঈনুল ইসলাম, শমসের জামাল, মহানগর আওয়ামীলীগ নেতা রজত কান্তি গুপ্ত, কামরুল ইসরাম বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, ছয়েফ খান,এম জেড আলম, মুফতি কমর উদ্দিন কামু,যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় ব্যুরো চীফ মো.শফিকুল ইসলাম শফি. মাসুদ আহমদ, লেখক সৈয়দ মো.তাহের, গাজী মো. জামিল, যুবলীগ নেতা সুমন ইসলাম খান, আক্তার হোসেন, মিঠু মোহন দেব প্রমুখ। মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা আজিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন