• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বদরুজ্জামান সেলিমের মাতার ইন্তেকাল : বাদ জুমআ জানাযা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
বদরুজ্জামান সেলিমের মাতার ইন্তেকাল : বাদ জুমআ জানাযা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের গর্ভধারিনী মাতা, নগরীর শাহী ঈদগাহ হাজারিবাগ নিরু মঞ্জিল নিবাসী মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুন নিরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।
মরহুমা জেবুন্নেছা খাতুন নিরু (৭০) এর জানাযা শুক্রবার বাদ জুমআ বেলা ২টার দিকে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। জানাযায় অংশ গ্রহণ ও মরহুমার মাগফেরাত কামনার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসী সহ বিএনপির সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বদরুজ্জামান সেলিম ও তার পরিবার।
উল্লেখ্য- বদরুজ্জামান সেলিম দীর্ঘদিন থেকে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সর্বস্তরের নেতাকর্মী ও সিলেটবাসীর কাছে তার মায়ের মাগফেরাত কামনা করে তিনি দোয়া চেয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন