যুগভেরী ডেস্ক :::
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও মহাসচিব সিলেট আসছেন শনিবার।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে সাক্ষাত করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও কারী মাওলানা সিরাজুল ইসলাম।