• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২২ দিনে ‘৫১ শতাংশ’ ইলিশ ডিম ছেড়েছে

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
২২ দিনে ‘৫১ শতাংশ’ ইলিশ ডিম ছেড়েছে

যুগভেরী ডেস্ক ::::
চাঁদপুরে পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ২২ দিনে ৫১ শতাংশের বেশি ইলিশ ডিম ছেড়েছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক মো. আনিসুর রহমান বলেন, গত ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার সময় ৫১ দশমিক ২ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে বলে তাদের অনুসন্ধানে ধরা পড়েছে।
এই সংখ্যা গত বছরের তুলনায় দুই শতাংশের বেশি জানিয়ে তিনি বলেন, এর ফলে এ বছর নতুন করে আরও প্রায় ৩৭ হাজার ৮০০ কোটি ইলিশের পোনা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আশ্বিনের ভরা পূর্ণিমা ও আমবশ্যাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। এ জন্য ইলিশের প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন উপকূলীয় নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। সেখানে প্রতিবছর ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ রাখা হয়।
আনিসুর রহমান বলেন, সরকারের এই পদক্ষেপে প্রতিবছর ইলিশ উৎপাদন বাড়ছে। ২০১৬ সালে ৪৩ দশমিক ৪৫ শতাংশ, ২০১৭ সালে ৪৬ দশমিক ৪৭ শতাংশ, ২০১৮ সালে ৪৭ দশকি ৭৫ শতাংশ এবং ২০১৯ সালে ৪৮ দশমিক ৯২ শতাংশ বেশি ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন