• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

গাড়ি পোড়ানো : ‘ছবি দেখে’ বিএনপির ৩ জন গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
গাড়ি পোড়ানো : ‘ছবি দেখে’ বিএনপির ৩ জন গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক :::
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার তিন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মী।
তারা হলেন- পল্টন থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮), পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিয়ন হক (৩০) এবং যুবদলকর্মী মো. আজাদ (২৮)।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে পল্টনে গাড়ি পোড়ানোর ঘটনায় শনাক্ত করে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, “জিম বাবু গাড়িতে পেট্রোল ঢেলে দেয় এবং আরেকজন আগুন দেয়। এখানে ইমতিয়াজ নামে আরেকজন যুবদলকর্মী ছিল, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ শনিবার গ্রেপ্তারের কথা বললেও লিয়নকে গত মঙ্গলবার তুলে নেওয়া হয়েছিল বলে বিএনপি অভিযোগ করে আসছে।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয়।গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয়।গত ১২ নভেম্বর উত্তরায় উপ-নির্বাচনের দিন ১১টি গাড়ি পোড়ানো হয়েছিল, তার একটি পোড়ানো হয় পল্টনে।
এই ঘটনায় মামলা হওয়ার পর বিভিন্ন ভিডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ বলেন, “তারা (বাবু, লিয়ন, আজাদ) একটি মিছিল থেকে বের হয়ে গাড়ি পুড়িয়েছিল।
“এর পেছনে কারা আছে, কী উদ্দেশ্যে তার করেছিল, সে ব্যাপারে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন