• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থার কমিটির অনুমোদন লাভ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০
বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থার কমিটির অনুমোদন লাভ

বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থা, নিবন্ধন নং- যুউঅ/সিল/০০৫৪/২০১৯ এর এক সাধারণ সভা গত শুক্রবার সন্ধ্যায় স্ট্যান্ডার্ড টেকনিক্যাল ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অর্থ সম্পাদক জামিল আহমদ বাবলু বিগত দু’বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে আয়-ব্যয়ের হিসাব পাস হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ কামরুল ইসলামকে সভাপতি ও বিজয় আহমদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন
সিনিয়র সহ সভাপতি জাবেদ আহমদ, সহ সভাপতি জাকির হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক আব্দুর রহমান অপু, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জয়, সহকারী সাংগঠনিক সম্পাদক আরিয়ান আহমদ ডালিম, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দীন শাহ, দপ্তর সম্পাদক এনামুল হক নাঈম।
সভায় আগামী দু’বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে- প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরী, সদস্য ও ভলান্টিয়ার সংগ্রহ, খেলাধুলা, টুরিস্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।
সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থা, নিবন্ধন নং- যুউঅ/সিল/০০৫৪/২০১৯ এর সাধারণ সভায় গঠিত ২০২০-২০২২ সেশনের কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন