• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানী হাসপাতালের বিদায়ী ও নব যোগদানকৃত পরিচালককে বিএনএ’র সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
ওসমানী হাসপাতালের বিদায়ী ও নব যোগদানকৃত পরিচালককে বিএনএ’র সংবর্ধনা

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালকদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সবদিক দিয়ে এখন সামনে এগিয়ে যাচ্ছে। মহামারির শুরুর দিকে অল্প কয়েকজনের পরীক্ষা করা হতো, এখন প্রতিদিন কয়েক শতাধিক মানুষের পরীক্ষা করা হচ্ছে। অবকাঠামোগত দিক দিয়েও এ হাসপাতালে অনেক উন্নতি হয়েছে। তবে এখানে ডায়াগনস্টিক (রোগ নির্ণয়ের পরীক্ষা) নিয়ে মানুষের কিছু অভিযোগ আছে। ওসমানীতে দশ তলা নতুন ভবনের কাজ শেষ হওয়ার পথে। এখানে ডায়াগনস্টিকের উপর একটু জোর দিতে হবে। পাশাপাশি শহীদ শামসুুদ্দিন আহমদ হাসপাতালের উন্নতির দিকেও আমাদের নজর আছে। এখানে পর্যাপ্ত জনবলসহ যা যা প্রয়োজন, তা যেন থাকে সেটা বলে দেওয়া হয়েছে।’
ড. মোমেন বলেন, ‘করোনা মহামারিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশের যতোগুলো নার্সিং সংগঠন আছে, তাদের মধ্যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সবচেয়ে কল্যাণকর ভূমিকা রেখেছে। ওসমানী হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সিলেট বিএমএ এর কোভিড-১৯ সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. আজিজুর রহমান রোমান, আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. রাশেদ আশরাফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ওসমানী হাসপাতাল মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মিড-লেভেল চিকিৎসক পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নঈম, ইএমও কো-অর্ডিনেটর ডা. জলিল কায়ছার খোকন, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমদ, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তী, ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, পররাষ্ট্রমন্ত্রীর এক্সপাট্রিয়েট কনসালটেন্ট কায়েছ চৌধুরী, ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, ওসমানী হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রেনোয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য আবদুল জলিল। পবিত্র গীতা থেকে পাঠ করেন নার্সেস এসোসিয়েশনের সদস্য পাপ্পু চন্দ্র চন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমিতি (৪র্থ শ্রেণী) ওসমানী হাসপাতাল শাখার সভাপতি আব্দুল জব্বার, বাংলাদেশ সরকারী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ওসামনী শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহসভাপতি আবুল খয়ের চৌধুরী, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার উপদেষ্টা জসিম উদ্দিন সরকার, সহসভাপতি খাদিজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, সাবেক উপ-সেবা তত্ত্বাবধায়ক ও উপদেষ্টা পরিমল বনিক, ওসমানী হাসপাতালের সাবেক সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওসমানী হাসপাতালের বিদায়ী পরিচালকের সহধর্মিনী ডা. নাহিদা সুলতানা যুথী, কন্যা ফারিহা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে ফুল গ্রহণ করেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ সদস্য মোস্তাক আহমেদ ও ফেরদৌসী আক্তার। নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বিশেষ অতিথি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র সহসভাপতি খাদিজা বেগম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র সহসভাপতি জুবেদা খানম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র সহসভাপতি ভ্রান্তি বালা দেবী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়কে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, উপপরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ওসমানী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিএমএ সিলেটের কভিড-১৯ সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আজিজুর রহমান রোমানকে ফুল দিয়ে বরণ করেন বিএনএ’র সদস্য ভুইয়াজাদী মোসা. ত্বাইয়্যেবুনা আক্তার।
বিদায়ী পরিচালকের সহধর্মিনী ডা. নাহিদা সুলতানা যুথীকে বরণ করেন বিএনএ’র সদস্য কুলসুমা বেগম, জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান ও মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস হেলেন আহমদকে বরণ করেন বিএনএ’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ওসমানী হাসপাতাল মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকারকে বরণ করেন বিএনএ’র সদস্য সাব্বির আহমদ তাপাদার, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মিড-লেভেল চিকিৎসক পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলামকে বরণ করেন বিএনএ’র সদস্য জাফর ইকবাল, ইএমও কো-অর্ডিনেটর ডা. জলিল কায়ছার খোকনকে বরণ করেন বিএনএ’র সদস্য এম এন এ চৌধুরী শান্ত, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তীকে বরণ করেন বিএনএ’র সদস্য নাসরিন আক্তার, ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়কে বরণ করেন কুষ্ট হাসপাতালে কর্মরত বিএনএ’র সদস্য হাসান মাহমুদ, ওসমানী হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রেনোয়ারা আক্তারকে বরণ করেন বিএনএ’র সদস্য লোকমান হোসেন খান, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরীকে বরণ করেন সিলেট বেকার নার্সেস এসোসিয়েশনের সভাপতি মো. আমিন হোসেন।
অনুষ্ঠানে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন বিএনএ’র সভাপতি শামীমা নাছরিন, নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারকে ক্রেস্ট প্রদান করেন বিএনএ’র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানকে উপহার প্রদান করেন বিএনএ’র বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. একরামুল হক, বিদায়ী পরিচালকের সহধর্মিনী ডা. নাহিদা সুলতানা যুথীকে উপহার প্রদান করেন বিএনএ’র সদস্য মোছা. আসমা আক্তার খানম, বিদায়ী পরিচালকের কন্যা ফারিহা আক্তারকে উপহার প্রদান করেন বিএনএ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ ও বিএনএ’র সদস্য শাওন দেবনাথ।
মানপত্র পাঠ করেন বিএনএ’র সদস্য পলাশ কুমার লস্কর, বিদায়ী পরিচালককে উৎসর্গ করে স্বরচিত কবিতা পাঠ করবেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রেনোয়ারা আক্তার।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন